Blog

Joe's Food Blog
সত্যিই বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড় অংকের টাকা। করা যায় এরকম কথা শুনেন নি এই ধরণের লোক বর্তমানে পাওয়া অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। আর এই ব্লগেতো পাওয়ার কথাই না।অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে যা অনেকেরই জানা নাই। আর তা হল- YouTube ভিডিও এর মাধ্যমে আয়।
আপনারা হয়তো ভাবছেন আমি মসকরা করছি। কিন্তু এটা কোন মসকরা নয়।নিচে আমি কয়েকজন ব্যাক্তির নাম ও তাদের আয়ের পরিমান উল্লেখ করলাম-
 অনলাইনে টাকা আয়
1. Shane Dawson (431 million views and earn $315,000)
2. The Annoying Orange (349 mil views and earn $288,000)
3. Philip DeFranco (248 mil views and earn $181,000)
4. Ryan Higa (206 mil views and earn $151,000)
5. Fred (200 mil views and earn $146,000)
কিভাবে আয় করবেন?
Social Media Sharing Tips

Google finally caught on. Simply buying thousands of social bookmarks and twitter followers isn’t working to help increase site ranking like before. However, spreading your site across a variety of social mediums can help your site authority as well as gain natural traffic. Since social media has become an vital part of today’s information sharing, creating pages across multiple platforms can boost outreach to all corners of the web.

With a litany of tools and software floating around on the internet, checking your SEO process can seem a bit daunting. It should be noted that there is no single SEO took that can 100% accurately represent the search engine algorithms; therefore, any automated SEO took used can only provide basic information about how your site is performing. While I’m not discouraging the use of these SEO tools, I am simply presenting a list of options to manually check and track your SEO efforts. My hope is to show you the steps you can take to improve your site’s search engine visibly, usability, and positioning. Don’t miss out any any key aspect – these tips will allow you to put  in place a process to systematically go through and check your site.

SEO for Small Business

People often think that SEO for small business is impossible, you need to make sure you do proper small business seo to help grow your company. Not only will it bring more attention to your website, it can let you overpower your competition and dominate the business world. If your business is struggling to gain popularity, implementing affordable small business SEO services will give your site the attention and sales it needs.

SEO is key for any website. Grabbing top rankings in Google is essential for seeing profits and bringing traffic to your website. SEO for WordPress websites and blogs is often much easier than trying to optimize a website of other stature. WordPress has a lot of things going for it. Having the ability to upload content quickly and efficiently is huge in the game of SEO. But how do you optimize the most efficiently for WordPress and other blog websites?

WordPress is a free online blog service that is used by bloggers and SEO businesses around the nation. WordPress has two different domains, a “.com” website, and a “.org” site. Both sites are very popular blogging providers, but they have many different features that will suit different types of blog users. We  always tell our clients to start a wordpress blog, but they usually ask us to explain the differences and compare Wordpress.com vs WordPress.org.
While WordPress is extremely popular, their is a clear distinction between the two services.

WordPress.com

Editors Note: Before you read this article, we highly suggest generating an instant SEO report using the above tool (in the orange box.) This will give you quite a bit of helpful data that will help you make proper SEO decisions.

SEO Link Building1. Building Links is Free When You Outreach

Links are one of the most important ranking factors. Google counts the number of links to your site to determine how authoritative your website is. The more high quality links you have, the higher your website will rank. At Rank Executives, we simply find webmasters and blogs in our client’s niche, then message the site owner. Once you are communicating directly with the webmaster, negotiating a link is easy.
To get free links: Find the contact form on a relevant blog and ask them this question: “What can I do to get a link from your website?” The blogger will often ask you to write free blog post, give them a Facebook shout out, or better yet, just link to you for free.
A steady stream of high quality inbound links is crucial for successful SEO, link building packages can help you get there. It’s important to remember that not all link building packages work, some can even damming your sites ranking and authority. The best links are natural, organic, and manually built in exchange for high quality work or content — These are the types of packages that will dramatically boost your rankings.

5 Types of Link Building Packages that do NOT Work

  • Automated Blog Commenting
  • “Manual” Do-Follow Directory Submission
  • High PR Private Link Networks
  • Bulk Article Syndication Services
  • Tier 3, Tier 2, Tier 1 Link Building

Link Building Packages vs Paid Links


Most website owners want to earn a higher rank in Google, they need natural link building to do this. It is no secret that websites need backlinks in order to even begin the process of ranking well. They aren’t overflowing with search engine optimization knowledge, but they do have the sense to look for ways to build referring links to their site. On this quest for links, webmasters see two separate paths—one dark but heavily traveled road of purchasing

In the small world of search engine optimization, there is a massive rift between those people who practice Organic SEO tactics and those who use Black Hat, unnatural ones. A lot of times, site owners looking for ways to rank their site often fall victim to Black Hat methods and the agencies who utilize them. Truthfully, Black Hat methods can work for a short amount of time; however, what most people do not realize is the long term effects of using these unnatural methods.

What is SEO Marketing?

SEO Marketing is more than just obtaining higher search engine rankings, after reading through this page, you’ll never again ask “What is SEO”. True marketing campaigns take a full five point approach: Search Engine Optimization, Pay Per Click, Social Media, Link Building and Conversion Rate Optimization. While it would be impossible to teach the full array of SEO Marketing strategies in a single article, you should be able to get a rough overview by learning about the 5 main pillars.
প্রতিদিনকার অনলাইন জীবনযাত্রায় সার্চ ইঞ্জিন পালন করে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা। কোন কিছু খুঁজতে হলে সার্চ ইঞ্জিনের কোন বিকল্প নেই। আর অনলাইন দুনিয়ায় খোঁজাখুঁজি আপনাকে করতেই হবে। কোটি কোটি ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় তথ্য বা সাইটটিকে খুঁজে পেতে হলে আপনার যেখানে সারাজীবনের সময় নিয়েও সম্ভব নয়, সেখানে গুগল ইয়াহু'র মত সার্চ ইঞ্জিন আপনার কাজ করে দেবে এক সেকেন্ডেরও কম সময়ে।


যাই হোক, সার্চ ইঞ্জিনের সুফল ও গুরুত্বপূর্ণ অবদান নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই বোধহয়। তাই মূল বিষয়ে যাচ্ছি। আজকাল অনলাইন থেকে আয়ের বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন থেকে আয়ের একমাত্র উপায় অ্যাডসেন্সের একচেটিয়া ব্যবসার পর ইদানীং হঠাৎ করেই অনলাইন আয়ের নতুন নতুন উৎস জন্ম নিচ্ছে। যার সুফল পাচ্ছেন আপনি!
তবে প্রায় প্রতিটি অনলাইন আয়ের জন্যই আপনাকে দিতে হয় ধৈর্যের চরমতম পরীক্ষা। অনেক সময় আর শ্রম ব্যয় করে আপনাকে আয় করতে হবে অনলাইন থেকে। যেমন অ্যাডসেন্স ব্যবহার করলে আপনার সাইটকে প্রতিনিয়ত আপডেট তো অবশ্যই করতে হবে। প্লাস অ্যাডসেন্স নিয়ে আপনার অনেক খাটাখাটুনিও আছে যা অ্যাডসেন্স প্রকাশকরা জানেনই। এছাড়াও পান থেকে চুন খসলেই আপনার একাউন্ট বাতিল। অবশ্য সম্প্রতি গুগল অ্যাডসেন্সের নীতিমালা শিথিল করেছে। একাউন্ট সাময়িকভাবে স্থগিত করে দেয় যা আগে করত না।
ফিরে আসি মূল বিষয়ে। কেউ যদি আপনাকে বলে, সার্চ ইঞ্জিনের প্রতিটি সার্চের বিনিময়ে আপনাকে টাকা দেয়া হবে, তাহলে হয়তো আপনি তাকে বোকা বা অতিকল্পনাকারী বলে আখ্যায়িত করতেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। Scour এসেছে আপনাকে প্রতিটি সার্চের বিনিময়ে টাকা দেবার নতুন প্রত্যয় নিয়ে। এখন আপনি আয় করতে পারেন Scour এর মাধ্যমে, আরো সহজে, আরো নিমিষে, ধৈর্যশক্তির পরীক্ষা না দিয়েই। যদিও Scour এ আপনার আয় খুবই অল্প হয়, কিন্তু আয় তো আয়ই। যেহেতু কষ্ট কম, সেহেতু কেষ্টও কম হবে, এটা তো জানা কথাই।

Scour

Scour এসেছে মূলত তিনটি সার্চ ইঞ্জিনের একটি সমন্বিত সংস্করণরূপে। আপনি একটি সার্চ ইঞ্জিনবক্সে আপনার সার্চের বিষয়টি লিখে এন্টার করলে Scour একসাথে গুগল, ইয়াহু ও এমএসএন এ সার্চ করে এই তিন কোম্পানীর সার্চ ফেরৎ ফলাফল আপনার সামনে এক পেজে প্রদর্শন করবে। এখানে আপনার জন্য রয়েছে ভোট ও মন্তব্য দেবার ব্যবস্থা। উল্লেখ্য, সার্চ করার পাশাপাশি প্রতিটি সার্চ রেজাল্টে আপনি মন্তব্য করলেও পয়েন্ট পাবেন, ভোট করলেও পয়েন্ট পাবেন। তবে Scour মন্তব্য করার উপর পয়েন্ট বেশি দেয়।

Scour কেন?

Scour এসেছে মূলত একটি লক্ষ্য নিয়ে। সার্চ ইঞ্জিন যেহেতু স্বয়ংক্রিয়ভাবে ফলাফল অন্বেষণ করে ও তা প্রদর্শন করে, সেহেতু এতে আপনার সার্চ টার্ম এর সাথে রেলিভেন্সি নাও থাকতে পারে। Scour চাচ্ছে এইসব ফলাফলগুলোকে কে কতটা রেলিভেন্ট, তা নির্ণয় করতে; যেখানে সাহায্য করবেন আপনি। প্রতিটি সার্চ রেজাল্টের প্রতিটি লিংকে আপনি দু'টি পোলিং অপশন আপ(ভাল) বা ডাউন(খারাপ) এর যেকোন একটিতে কাষ্ট করতে পারেন। আর যদি সময় থাকে, তাহলে সংশ্লিষ্ট ফলাফলটির উপর একটি মন্তব্যও জুড়ে দিতে পারেন; যার বিনিময়ে Scour আপনাকে দেবে ম্যাক্সিমাম বেনিফিট।

Scour Money

এবারে আসুন জেনে নেয়া যাক Scour টাকা পয়সা দেয় কীভাবে। প্রধানত আপনার প্রতিটি সার্চ, ভোট ও মন্তব্যের বিপরীতে Scour আপনাকে Scour পয়েন্ট দিবে। Scour এর ওয়েবসাইট অনুসারে, প্রতিটি সার্চের বিনিময়ে আপনি পাবেন একটি পয়েন্ট, ভোটের বিনিময়ে দু'টি, ও মন্তব্যে বিনিময়ে তিনটি পয়েন্ট। আপনার মোট পয়েন্ট যখন ৬,৫০০ হবে, তখন আপনি এই পয়েন্টগুলোর বিপরীতে $২৫ এর ভিসা গিফট কার্ড পাবেন যাকে আপনি ক্যাশ করতে পারেন। এছাড়াও Scour এর রয়েছে রেফারাল প্রোগ্রাম। আপনি আপনার বন্ধু বা আত্নীয়-স্বজনকে আপনার রেফারাল লিংক পাঠিয়ে দিন। যারা যারা আপনার লিংক ব্যবহার করে সাইন আপ করবে, তাদের প্রত্যেকের উপার্জনের ২৫ শতাংশ Scour আপনাকে দেবে‍! তাই আপনার নিজের ব্যবহারই নয় শুধু, আপনি যত বেশি বন্ধুবান্ধবকে আপনার রেফারাল লিংক থেকে রেজিষ্ট্রেশন করাতে পারবেন, আপনার ততই লাভ।
ধরুণ, আপনার লিংক ব্যবহার করে রেজিষ্ট্রেশনকারী ২৫জন দৈনিক ২বার Scour এ শুধু সার্চ করছে। তাহলে বছরে আপনার আয় দাঁড়াচ্ছে কত জানেন? $84.68/year!!! বিশ্বাস না হলে হিসাব কষুন!
সুতরাং আর দেরি না করে আসুন রেজিষ্ট্রেশন করে নিই Scour এ।

Scour পয়েন্ট ভ্যালু

25,000 = $100
12,500 = $50
6,500 = $25
Scour মূলত একটি প্রকল্প যা Most Relevent Result প্রদর্শন করানোর উদ্যোগ নিয়েছে। Scour আপনাকে রাতারাতি rich করে দেয়ার উদ্দেশ্য গ্রহণ করেনি, তারা তাদেরকে সাহায্য করার জন্য আপনাকে কিছু টাকা দেয়। কারণ আপনিই তাদের মূল কাজটি করে দিচ্ছেন, সার্চ ফলাফলকে রেটিং করছেন।
আর হ্যাঁ, অনুরোধ করছি, Scour এ রেজিষ্ট্রেশন করতে এই লিংক ব্যবহার করুন‍!
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমান সময়ের বেশ আলোচিত ও প্রয়োজনীয় বিষয় .অন লাইনে খুজলে এর উপর অসংখ্য টিপস্ পাওয়া যায় ।কোনটি কাজের আবার কোনটি মনগড়া ।যাহোক আমার এই লেখায় আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পকিত কোন টিপস্ দিব না ।বরং আমি একটি নতুন সাইটকে সার্চ ইঞ্জিনে ভাল র্যাংক পেতে হলে কি কি করতে হবে তা সংক্ষেপে বর্ণনা করব।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুলত দুই ধাপের কাজ

  • অন পেজ
  • অফ পেজ
অনপেজ অপটিমাইজেশন দিয়ে শুরু করি।অনপেইজ অপটিমাইজেশন মুলত কত গুল ধাপের কাজ। আমি এখানে ধাপে ধাপে সেই সম্পরকেই আলচনা করব।
  • ১ আপনার কাজের প্রথম ধাপ হবে কীওয়ার্ড ঠিক করা ।আপনার সকল চেষ্টা ব্যর্থ হবে ভুল কী ওয়ার্ড ব্যবহার করার কারনে। এজন্য বিভিন্ন অনলাইন টুল ব্যবহার করে আপনার সঠিক কী ওয়ার্ড বেছে নিন ।
  • ২ এবার আপনার বেছে নেওয়া গুলো ব্যবহার করে গুগলে সার্চ করুন , স্বাভাবিক ভাবেই কতগুলো সাইটের বা পেইজ ঠিকানা আসবে ।এবার আপনার সার্চ রেজাল্টে আসা ১ম ও২য় সাইটের ঠিকানা সংরক্ষন করুন ।
  • ৩ এবার আমরা যেহেতু সার্চ ইঞ্জিনে ভাল রাংকিং চাই, তাই এই দুটো সাইটকে করে এদের দূর্বলতা গুলো খুজে বের করব এবং এই ভুলগুলা আমরা সংশোধণ করে তাদেরকে পরাজিত করব।

এই জন্য আমরা যে বিষয় গুলো লক্ষ্য করব তা হলো-

  • সার্চ রেজাল্টে পাওয়া ঠিকানাটা কি সাইটের Home page নাকি Sub page?
  • সাইটটি তার টাইটেলে কি ব্যবহার করেছে?
  • সাইটটির কী ওয়ার্ড কি কি?
  • সাইটটির Description কি?
  • লক্ষ্য করব যে <h> Tag ব্যবহারে hierarchy বজায় রাখা হয়েছে কিনা ।
  • Anchor text এর ব্যবহার হয়েছে কিনা ।
  • Image search tag এর ব্যবহার হয়েছে কিনা
  • সাইটটির পেইজ এ কীওয়ার্ড ডেনসিটী কত?
  • Footer এ কী ওয়ার্ড ব্যবহার করেছে কিনা?
  • Page Rank কত?
  • Back Link এর সংখা কত?
এই কাজ গুলো আপনি করতে পারেন নিজে নিজে অথবা বিভিন্ন Software ব্যবহার করে ও করতে পারেন । আমি এজন্য আপনাদেরকে SEO ELITE ব্যবহার করেত বলব।
এখন আমরা আমাদের এই এর উপর ভিত্তি করে আমাদের সাইট টির অপটিমাইজেশন করব।

এ জন্য আমাদের যা যা করতে হবে তা হলঃ-

  • সবগুলো কাজ Home page করা
  • টাইটেলে কীওয়ার্ড গুল সুন্দর ভাবে ব্যবহার করা
  • Description এ কীওয়ার্ড গুল সুন্দর ভাবে ব্যবহার করা
  • Image search tag ব্যবহার করা
  • <h> Tag hierarchy বজায় রাখা
  • Anchor text ব্যবহার করা
  • Footer এ আপনার কীওয়ার্ডগুলো ব্যবহার করা
  • কী ওয়ার্ড ডেন সিটি ৫%-১০% এর ভিতরে রাখা
  • Back Link তৈরী করা
এই কাজগুলো হলে আপাতত আপনার অন পেইজ অপটিমাইজেশন শেষ। সার্চ ইঞ্জিন এ আপনার সাইট সাবমিট করে অপেক্ষা করতে হবে।
Source:- Seach Engine Optimization and Money Making Blogging Info
খুব শিঘ্রি অফ পেইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পরকে একটা পোস্ট লিখবো। আসলে আপনি যদি অনলাইনে কিছু টাকা পয়সা কামাতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে নুন্যতম বিদ্যা রাখতে হবে। আর এইটা অজন করতে খুব কস্ট ও করতে হয়না। কয়েকটা Professional Blog অনুসরন করলেই চলে|
Blogging, SEO, Online Money Making সম্পরকে আর ও বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন  আমার SEO ব্লগ
clicktoseoসিমানাপেরিয়েতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে য়ে ধারাবাহিক আয়োজন শুরু হয়েছিল তারি ধারাবাহিকতায় আজ প্রকাশিত হল তার দ্বিতীয় পর্ব।
গত পর্বে SEO নিয়ে লিখেছিলাম। আপনারা অনেক আগ্রহী SEO করতে আমি বুঝতে পেরেছি। কিন্তু সামনে আমার পরীক্ষা থাকায় আমি এখন অনিয়মিত। তাই টিউটোরিয়ালগুলো তাড়াতাড়ি দিতে পারছি না।  গত পর্বের শেষের কথাটি কি মনে আছে না থাকলে দেখে নিন এখান থেকে
আপনার ইংরেজি পড়া এবং বুঝার স্কিল যদি মোটামুটি লেবেলের ভালো হয় তবে আপনি গুগলকে ইউজ করে ভালো মানের কিছু ব্লগ থেকে এসইও'র অনেক অনেক কিছু শিখতে পারেন। আর নেট স্পিড ভালো হলে ত কথাই নেই বিভিন্ন জিনিস সার্চ করে সেগুলোর ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখতে পারেন। তবে ধারাবাহিকতা রক্ষা করা দুরুহ হয়ে উঠে এক্ষেত্রে।
তার পরও সব চেয়ে বড় ব্যাপার টা হচ্ছে গাইডলাইন (কোনটার পর কোনটা শিখতে হয়) নেট ঘেটে শিখতে গেলে যা অনেক কষ্ট সাধ্য। আরও একটা মূল ব্যাপার হচ্ছে এতে করে অনেকে ই আগ্রহ হারিয়ে ফেলে এভাবে শিখতে গিয়ে। আর যারা ধর্য ধারন করে শিখে যেতে পারে তারাই পায় চূড়ান্ত সাফল্য। ওরে ওরে মূল কথা ত বলিই নাই শুধু পড়ে পড়ে শিখলেই হবে না প্রাকটিসও চালায় যাইতে হবে তা না হলে শিক্ষা কোন কাজে আসবে না। কারন এসইও হচ্ছে প্রাকটিকাল একটা ফ্লো যার কাজে লাগানোর ধারাবাহিকতা না থাকলে কোন ফল আশা করা যায় না।

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের  এই লিখায়।
যেহেতু আজকের প্রসঙ্গ:
১) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন শিখব?
২) কি লাভ হবে এটা শিখলে?
এই বিষয়গুলো আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে নিই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আসলে কি ?

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

সার্চ ইঞ্জিন অপটিমাজেশন হল অনেকের মধ্যে একটি পদ্ধতি যা কোন সাইট এর সার্চ ইঞ্জিন এর অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি প্রচারনা মাধ্যম।প্রতিটি সার্চ ইঞ্জিন এর একটি নির্দিষ্ট অপটিমাজেশন প্রণালী আছে। প্রতিটি সার্চ ইজিন এর জন্য এই নিয়ম অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তবে সকলে কিছু জিনিস ব্যবহার করে যা সকল সার্চ ইঞ্জিনে বিদ্যমান।প্রতিটি সার্চ ইঞ্জিন এর জন্য প্রচারণা ব্যবস্থা প্রায় এক হলেও কিছুটা পার্থক্য আছে। আমাদের প্রয়োজনীয় বিষয় হচ্ছে সেই সমান দিক গুলোকে ব্যবহার করা।
Next PostNewer Posts Home