সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ধারাবাহিক SEO টিপস

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ধারাবাহিক SEO টিপস

clicktoseoসিমানাপেরিয়েতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে য়ে ধারাবাহিক আয়োজন শুরু হয়েছিল তারি ধারাবাহিকতায় আজ প্রকাশিত হল তার দ্বিতীয় পর্ব।
গত পর্বে SEO নিয়ে লিখেছিলাম। আপনারা অনেক আগ্রহী SEO করতে আমি বুঝতে পেরেছি। কিন্তু সামনে আমার পরীক্ষা থাকায় আমি এখন অনিয়মিত। তাই টিউটোরিয়ালগুলো তাড়াতাড়ি দিতে পারছি না।  গত পর্বের শেষের কথাটি কি মনে আছে না থাকলে দেখে নিন এখান থেকে

হ্যা ভাই! ঠিকই ধরতে পেরেছেন। আজকে আমরা সার্চ ইঞ্জিন বিষয়ক আলাপ-আলোচনা করব।

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন কে তথ্য খোঁজার যন্ত্র বলতে পারেন।  ধরুন আপনার আম সম্পর্কে জানার দরকার বাংলাতে এবং ইংরেজিতে। আপনি কোন সার্চ ইঞ্জিনে গিয়ে Mango লিখে সার্চ করলে আম সম্পর্কে তথ্য এনে দেবে। সেখান থেকে আপনি আম সম্পর্কে জানতে পারবেন। আবার যদি বাংলাতে জানার দরকার হয় তাহলে “আম” লিখে সার্চ করলে আম সম্পর্কে তথ্য পাবেন।
আবার ধরুন আপনার আমের ছবি দরকার। ঠিক একইভাবে Image Search এ গিয়ে আপনি একইভাবে আমের হরেক রকম ছবি পেতে পারেন। এভাবে সার্চ ইঞ্জিন থেকে আমরা উপকৃত হয়ে থাকি।

0 comments:

Post a Comment

Next PostNewer Post Previous PostOlder Post Home